জামায়াতের প্রচার সম্পাদক আটক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক এডভোকেট মতিউর রহমান আকন্দকে বাসা থেকে আটক করেছে’ পুলিশ। বুধবার (২৫ অক্টোবর) বেলা ১১টা ৮ মিনিটে উত্তরার বাড়ি থেকে করে পুলিশ তাকে আটক করে এম্বুলেন্সে নিয়ে যায়।
জামায়াতের প্রচার সম্পাদক আটক
এর আগে, উত্তরার ১৪ নং সেক্টরের ১৮ নং সড়কের বাড়িতে মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ১১টা থেকে ঘিরে রেখেছিলো পুলিশ।
জামায়াতের এক বিবৃতিতে জানিয়েছে, মতিউর রহমান খুবই অসুস্থ, ইউনাইটেড হাসপাতালে আজকে ভর্তি হওয়ার কথা ছিলো। তার ওপেন হার্ট সার্জারি করা হয়েছিলো। গত ২৪ অক্টোবর রাতেও তিনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবার এম আর আই করেছে। আজ হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এই অবস্থায় পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
আরও দেখুনঃ