ভূমিকম্পে কাঁপলো নেপালের রাজধানী কাঠমান্ডু

ভূমিকম্পে কাঁপলো নেপালের’ রাজধানী কাঠমান্ডু ।হিমালয়কন্যা নেপালের ‘রাজধানী কাঠমান্ডু ও এর আশেপাশে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে। দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ধাদিং জেলায়। 

ভূমিকম্পে কাঁপলো নেপালের রাজধানী কাঠমান্ডু

রোববার স্থানীয় সময় সকাল ৭টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প হয়। এই ভূকম্পন বাগমতি ও গানদাকি প্রদেশের কয়েকটি জেলাতেও অনুভূত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির কোন সংবাদ এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

 

ভূমিকম্প Gurukul Live News | Bangla ভূমিকম্পে কাঁপলো নেপালের রাজধানী কাঠমান্ডু

 

কাঠমান্ডু পোস্ট’র প্রতিবেদনে আরও বলা হয়, তিব্বতীয় ও ভারতীয় টেকটনিক প্লেটের ভাঁজে নেপালের অবস্থান হওয়ায় দেশটিতে প্রায়ই ‘ভূমিকম্প হয়ে থাকে। এই প্লেট দুইটি প্রতি শতাব্দীতে দুই মিটার করে’ এগিয়ে আসছে। সেই চাপেই নেপালে ভূমিকম্প হচ্ছে।

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

২০১৫ সালে নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে অন্তত নয় হাজার মানুষের মৃত্যু হয়। নেপাল সরকারের হিসাবে দেশটি পৃথিবীর ১১তম ভূমিকম্প-প্রবণ এলাকা।

 

Gurukul Live Logo

আরও দেখুনঃ