গোপালগঞ্জের দেবগ্রাম ইউনিক আশ্রায়ণে সমৃদ্ধ জীবনের ঠিকানা

দেবগ্রাম ইউনিক আশ্রায়ণ প্রকল্প উন্নত সমৃদ্ধ জীবনের ঠিকানা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা  গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দেবগ্রাম আশ্রায়ণ প্রকল্পটি সাজানো হয়েছে প্রকৃতি ও অধুনিকতার সংমিশ্রনে । এখানে চিত্ত বিনোদন,জ্ঞানচর্চা, খেলাধূলার পাশাপাশি উন্নত জীবন যাপনের সব ব্যবস্থা করেছে কোটালীপাড়া  উপজেলা প্রশাসন।

প্রকল্পটি ওই উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের দেবগ্রাম খাল পাড়ের মনোরম গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ গড়ে উঠেছে। খালপাড়টি সুদৃশ্য স্টিলের রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আশ্রায়ণ কেন্দ্র ঘেঁসে খালে দু’টি সান বাঁধানো ঘাটলা করা হয়েছে।

এতে আশ্রয়ণ কেন্দ্রের সৌন্দর্য আরো বিকশিত হয়েছে। ফুল, ফল ও বাহারী বৃক্ষ দিয়ে পুরো আশ্রায়ণ প্রকল্প এলাকা সুশোভিত করা হয়েছে।অবসর যাপনে জন্য সেখানে বসার জায়গা রাখা হয়েছে। দূর থেকে দেখলে মনে হয় আশ্রায়ণটি চিত্র শিল্পীর তুলিতে আঁকা একটি নয়নাভিরাম গ্রাম।

গোপালগঞ্জের দেবগ্রাম ইউনিক আশ্রায়ণে সমৃদ্ধ জীবনের ঠিকানা
গোপালগঞ্জের দেবগ্রাম ইউনিক আশ্রায়ণঃ এখানে ৩০ টি ভূমিহীন ও গৃহহীন  পরিবার  গত বছরের  ২০ জুন প্রধানমন্ত্রীর উপহারের ৩০টি ঘর  পেয়েছেন। এ  প্রকল্পের প্রতিটি ঘরে  নিরাপদ স্যানিটেশন , বিদ্যুৎ সংযোগ ও সুপেয় পানি নিশ্চিত করা হয়েছে। প্রতিটি ঘরের পতিত জায়গায় শাক সবজির আবাদ হয়েছে।

পরিবারের প্রটিনের চাহিদা মেটাতে আশ্রিতরা হাঁস-মুরগি পালন করছে। হকারি, মৎস্য শিকার  দিন মজুরি ও প্রশিক্ষণ লভ্যজ্ঞান দিয়ে পরিবারের প্রধানরা আয় করছেন। শিশুরা পড়াশোনার পাশাপাশি লাইব্রেরিতে জ্ঞান চর্চা ও খেলাধূলা করে মহা অনন্দে শৈশব পার করছে।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহেদ বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ণ প্রকল্প-২ এর আওতায় ঘরগুলো নির্মাণ করা হয়েছে। ইউনিক আশ্রায়ণ প্রকল্প হিসেবে গড়ে তুলতে এখানে উপজেলা পরিষদ থেকে লাইব্রেরি ‘ আলোঘর’, শিশুদের খেলাধূলা করার বিভিন্ন রাইড, সান বাঁধানো ঘাঁট, বসার জায়গা, বিভিন্ন জাতের বৃক্ষ রোপণ ও সৌন্দর্য বর্ধণ করা হয়েছে।

গোপালগঞ্জের দেবগ্রাম ইউনিক আশ্রায়ণে সমৃদ্ধ জীবনের ঠিকানা

আশ্রায়ণ কেন্দ্রের মানুষের জ্ঞানচর্চা, চিত্তবিনোদন ও শিশুদের খেলাধূলাসহ অধুনিক সব সুযোগ সুবিধার ব্যবস্থা এখানে রাখা হয়েছে। লাইব্রেরিতে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে রচিত বই রয়েছে।

এখানে বসবাসকারীরা বসবাসের একটি সুন্দর পরিবেশ পেয়েছেন। আশ্রায়ণের মহিলা ও পুরুষদের ট্রেনিং ও আতœ কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। স্পল্প সুদে তাদের ঋণের ব্যবস্থা করে দেয়া হয়েছে। তাদের উন্নত ও সমৃদ্ধ জীবনের পথে নিয়ে যেতেই আমাদের এ প্রচেষ্টা। ইাউনিক এ আশ্রায়ণে  এসে দর্শণার্থীসহ সবাই মুগ্ধ হবেন।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, আশ্রায়ণ প্রকল্পটি পটে আঁকা ছবির মতো করে সাঁজানো হয়েছে। এখানে  শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতে শিক্ষার পাশাপাশি শারিরীক ও সৃজনশীলতা বিকাশে খেলাধূলা করার ব্যবস্থা রাখা হয়েছে। উন্নত সমৃদ্ধ জীবনের জন্য আশ্রায়ণের বাসিন্দাদের সব কিছু করা হয়েছে।

আশ্রায়ণ কেন্দ্রটি দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পশ্চাদপদতা থেকে  আলোর পথে নিয়ে যেতে অনুকরণীয় হয়ে দাঁড়িয়েছে। এটি তাদের সমৃদ্ধ জীবন গড়ে দেবে।

গোপালগঞ্জের দেবগ্রাম ইউনিক আশ্রায়ণে সমৃদ্ধ জীবনের ঠিকানা
আশ্রায়ণ কেন্দ্রের বাসিন্দা রোজিনা বেগম বলেন,এখানে আমরা প্রত্যাশার চেয়েও অনেক বেশি পেয়েছি। কর্মসংস্থান ও নামে মাত্র সুদে সহজ ঋণের ব্যবস্থা করা হয়েছে। এখানে সবাইকে নিয়ে ভালো আছি। এ আদর্শ আশ্রয়ণে ঘর পেয়ে আমি খুবই আনন্দিত। এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তারা সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘ জীবন কামনা করি।

আশ্রায়ণ কেন্দ্রের বাসিন্দা গীতা বলেন, আশ্রয়ণে আধুনিক সব সুবিধা রয়েছে। লাইব্রেরি স্থাপন করে এ টিকে অন্যতম উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে। আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা, দর্শনার্থীসহ আগন্তকরা এসে এখানে বই পড়তে পারছেন। এছাড়া আশ্রয়ণ কেন্দ্রের সৌন্দর্য দেখে তারা মুগ্ধ হচ্ছেন। তারা গ্রামীণ পরিবেশে সময় কাটাতে পারছেন। আমরা এ আশ্রায়ণ কেন্দ্রের বাসিন্দা হতে পেরে খুবই গর্বিত।

শিশু সুমাইয়া বলে, আমরা পাড়াশোনার পাশাপাশি এখানে খেলাধূলা করি। খেলাধূলা করে বন্ধু-বান্ধবদের সাথে ভালই সময় কাটাই। এছাড়া লাইব্রেরীতে বিভিন্ন ধরণের বই পড়ি। আশ্রায়ণ প্রকল্পটি আমাদের মনোর মত হয়েছে।

গোপালগঞ্জের দেবগ্রাম ইউনিক আশ্রায়ণে সমৃদ্ধ জীবনের ঠিকানা
গোপালগঞ্জের জেলা প্রশাসক সাহিদা সুলতানা বলেন,পর্যায়ক্রমে গোপালগঞ্জের সব আশ্রায়ণ কেন্দ্রে এ সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে। আশ্রায়ণ কেন্দ্রের মানুষকে উন্নত সমৃদ্ধ জীবন দিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আরও দেখুনঃ

মন্তব্য করা বন্ধ রয়েছে।